সিরাজগঞ্জের শাহজাদপুর থানার কৈজুরী বাজারে নৌকাঘাটে অভিযান চালিয়ে ইয়াবাসহ সাইদুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার (৫ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমানের নেতৃত্বে ওই স্থানে অভিযান চালায় র্যাব। এ সময় ৮৯০পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে তাকে আটক করা হয়। পরে এ বিষয় শাহজাদপুর থানায় মাদকবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি