সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর পানি ধীরগতিতে কমতে শুরু করলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
এখনও অধিকাংশ এলাকার বাড়িঘর ও রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে আছে। পানিবন্দি অবস্থায় রয়েছে এলাকার কয়েক হাজার মানুষ। এদিকে ৪র্থ দফা বন্যায় উপজেলার রাস্তা-ঘাট,ব্রিজ-কালভার্ট ও মাসকালাই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এছাড়া যমুনার ভাঙনে শতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। অনেকেই ভাঙণ আতংকে তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি