নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেফতারকৃত ৩ আসামি মাঈন উদ্দিন সাজুর ৬ দিন, আনোয়ার হোসেন সোহাগ ও নুর হোসেন রাসেলকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ৩ এর বিচারক মাসফিকুল হকের আদালত এ আদেশ দেন। এর আগে পর্নোগ্রাফি ও নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এ রিমান্ডের আবেদন করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ অক্টোবর) দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলো, উপজেলার এখলাশপুর ইউনিয়সের পোড়া মুনসির ছেলে মো. সোহাগ, সোলেমানের ছেলে নুর হোসেন রাসেল। এ ঘটনায় এ পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জনকে আদালতে সোর্পদ করলে আদালত পৃথক পৃথকভাবে তাদের রিমান্ড মন্জুর করে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি