মাদারীপুরে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুম ঘোষণা করেছে সরকার। এ সময়ে নদীতে সব ধরনের ইলিশ ধরা, আহরণ, বিক্রি ও বিপণন বন্ধ থাকবে।
এছাড়া, নদীতে মৎস্য কর্মকর্তাদের সাথে নিয়ে নিয়মিত টহল দিবে প্রশাসন। এছাড়া, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি