গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাতখামাইর এলাকায় মাওনা-গফরগাঁও আঞ্চলিক মহাসড়কের এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক সুমন মিয়া জানান, হোসেনপুর থেকে মাওনাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা একটি ড্রাম্প ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা যাত্রী ও চালক গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক এমএ সাইদ লিয়ন জানান, আহত পাঁচজনের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বাকী তিনজন শঙ্কামুক্ত।
নিউজ ডেস্ক/বিজয় টিভি