সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের জামিন বাতিল করেছেন জেলা ও দায়রা জজ।
রোববার (১১ অক্টোবর) সকালে আসামির জামিন বাতিল করেন বিচারক শেখ মফিজুর রহমান।
সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, আসামি সরদার মশিয়ার রহমান জেলা ও দায়রা জজ আদালত থেকে মানবিক বিবেচনায় অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। আজ জামিন আবেদন শুনানি হয়। শুনানিতে আসামি পক্ষ স্থায়ী জামিনের আবেদন করেন।
অন্যদিকে, বাদীপক্ষ জামিন বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে হত্যা মামলার প্রধান আসামির অন্তবর্তীকালীন জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
নিউজ ডেস্ক/বিজয় টিভি