মানিকগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় মিরাজ আব্দুল্লাহ আবির সিদ্দিকী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেতিলা মিতরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ মাগুড়া জেলা শহরের স্টেডিয়ামপাড়া এলাকার মির্জা কৌশিক সিদ্দিকীর ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ঢাকামুখী গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে মারা যান মিরাজ আব্দুল্লাহ। কিছুদূর যাওয়ার পর ওই ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
তবে এ ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি আকবর আলী খান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি