ঝালকাঠির রাজাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৬ জেলেকে ১ বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বিষখালী নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে এ জেলেদের আটক করা হয়।
মৎস্য অফিস জানিয়েছে, বিষখালী নদীতে ইলিশ শিকারের সময় অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করা হয়।
এ সময় তিন হাজার মিটার কারেন্টজাল ও ১২ কেজি ইলিশ মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার ৫ জনকে এক বছর করে কারাদন্ড ও একজনকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
জব্দ করা জাল পুড়ে ফেলা হয়। মাছ গুলোস্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি