চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১২৮ জন এতিমের মাঝে ১৫ লাখ ৩৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চাইন্ড সেনসিটিভ স্যোসাল প্রটেকশন ইন বাংলাদেশ’র যৌথ সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান, ইউনিসেএফ’র চাইল্ড প্রটেকশন অফিসার ফাতেমা খাইরুন্নাহার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব খাদিজা নাজনীন, ইউএনও চৌধুরী রওশন ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র এ আর এম আজরী মো. কারিবুল হক রাজিন উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি