সিরাজগঞ্জে ট্রাক এবং কার্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মঞ্জিল হক বলেন, রাতে উত্তরাঞ্চল থেকে আলু বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। ট্রাকটি তাড়াশ উপজেলার খালকুলা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাড ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ সময় আহত হন আরো একজন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি