নারায়ণগঞ্জ বন্দরে সিমেন্ট ফ্যাক্টরিতে বার্টিকেল পরিষ্কারের সময় গ্যাস থেকে আগুন ছড়িয়ে পড়ে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার মদনগঞ্জে অবস্থিত বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ফায়ার সার্ভিসের টিম আসার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটলো তা তদন্ত করা হবে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি