ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ৪ নারীসহ ৫ জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতে মহেশপুরের গুড়দহ বাজার থেকে তাদের আটক করা হয়।
তিনি বলেন, মহেশপুর ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১৫৩ আর এলাকার ঝিনাইদহের গুড়দহ বাজার থেকে এ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বাড়ি নড়াইল ও যশোরের বিভিন্ন এলাকায়।
বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারত গমনের চেষ্টার অপরাধে তাদের বিরুদ্ধে ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি