দেশের অধস্তন আদালতের কর্মচারীদেরকে জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন ও পদোন্নতির সুযোগ রেখে অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন এই ৩ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখা।
আজ (বুধবার) সকালে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের হাতে এই স্বারক লিপি প্রদান করা হয়।
এসময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখা সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারন সম্পাদক তারিক আহমেদ রিংকুসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। স্বারকলিপি প্রদান শেষে কুষ্টিয়া কালেক্টরেট চত্তরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি