কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের আতিয়ার রহমান হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ (বৃহস্পতিবার) দুপুরে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
এসময় দন্ডপ্রাপ্ত আসামি আছান আলী আদালতে উপস্থিত ছিলেন। অপর দন্ডপ্রাপ্ত আসামি মো. সেলিম পলাতক রয়েছেন।
পূর্ব শত্রুতার জেরে ২০১৩ সালের ২২ অক্টোবর আতিয়ারকে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের ভাই একটি হত্যা মামলা দায়ের করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি