জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারি কমিশনার ভূমি অফিস কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবি পরিবর্তনসহ গ্রেড উন্নতীকরণের দাবিতে মেহেরপুরে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা।
আজ (রোববার) সকাল সাড়ে ৯ টা থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান করে এ কর্মসূচী পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আফতাব আলী খাঁনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় তারা বলেন দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরোও কঠোর কর্মসূচীর দেওয়া হবে বলে জানান। ১৫ থেকে ১৯ নভেম্বর, ২২ থেকে ২৬ নভেম্বর ও ২৯ থেকে ৩০ নভেম্বর এ কর্মসূচী পালন করা হবে বলে জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি