নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গিয়াস উদ্দিন (৩১) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার তারাব পৈারসভার রূপসী খাদুন এলাকার ডা. ফারুকের ভাড়াটিয়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাড়ির মালিক ডা. ফারুক জানান, গত দুই মাস আগে গিয়াস উদ্দিন ও তার স্ত্রী আমার বাসায় ভাড়া আসেন। শনিবার দুপুরে পাশের রুমের লোকজন গিয়াস উদ্দিনের গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখে তাকে জানায়। পরে তিনি থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে গিয়াস উদ্দিন (৩২) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের মরদেহ জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি