কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় হানজালাল (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হানজালাল উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শ্যামপুর এলাকায় ট্রাক্টরের চালক জমিতে হাল চাষ শেষে সড়কে উঠতে গিয়ে অসাবধানতাবশত শিশুটিকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেস্ক নিউজ/বিজয় টিভি