খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সব সময় সরকার মাঠে থাকবে। সরকার যদি বাজারে থাকে তাহলে মিল মালিক, আড়তদার ও ফরিয়া ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কম দামে ধান কিনতে পারবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে, নিয়ামতপুর উপজেলায় ৪ হাজার ৫৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী আরো বলেন, এ সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই সরকারি দামের চেয়ে কৃষক বাইরে ধান বিক্রি করে যদি লাভবান হয় তাহলে সরকারও খুশি থাকে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি