বিজয়ের মাস উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম যুবসমাজের উদ্যোগে গ্রামের ৫শতাধিক সাধারন মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে উক্ত কর্মসূচী পালন করা হয়। এলাকার সমাজসেবক রেমন্ড হাওলাদারের সভাপতিত্বে স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন ইউএনও আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান বিভূতি ভূষণ বাড়ৈ, ডাঃ সবুজ কুমার পাত্র, নৃপেন কুমার বৈদ্য, মলয় হাওলাদার, দিপঙ্কর মন্ডল ও সহদেব বাড়ৈ।
নবগ্রাম এলাকার সাধারন মানুষের সার্বিক সহযোগিতা করার লক্ষে নবগ্রাম যুবসমাজ দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। ইতিপূর্বে তারা ব্যক্তিগত অর্থায়নে বৃক্ষ রোপন, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরন সহ দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে আসছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি