অতীতে চলনবিলে পর্যাপ্ত অতিথি পাখির আনা-গোনা থাকলেও দীর্ঘ দিন ধরেই দেখা নেই। তবে অবশেষে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ করতোয়া নদীতে এবার দেখা মিলেছে হাজার-হাজার অতিথি পাখি।
পরজীবি এসব পাখির কল কাকলীতে মুখোরিত এখন পুরো এলাকা। এলাকার মানুষের ভালবাসায় পাখিরা যেন ফিরে পেয়েছে আপন ঠিকানা। দিচ্ছে পর্যটনের হাতছানী দেয়ায় এসব পাখি দেখতে ভীড় করছে বিভিন্ন এলাকার মানুষ।
দলে-দলে বালিহাঁস পানকৌড়ি, বড়ো পানকৌড়ি, সাদা বক, ধুসর বক ও মাছরাঙ্গা পানিতে সাঁতার কেটে বেড়াচ্ছে। এদিকে করতোয়া নদীর পাখি এবং আভাসস্থল নিরাপদ রাখতে স্থানীয়দের পাশাপাশি জেলা প্রাণি সম্পদ ও পাখি রক্ষায় নজরদারি রাখছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি