নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিচ্ছিন্ন দ্বীপ নুনেরটেক বাসীকে বিদ্যুতের আলোয় আলোকিত করলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।
আজ রোববার দুপুরে সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের অবহেলিত চরাঞ্চল নুনেরটেকের ১২৫২টি পরিবারের মঝে বিদ্যুতায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে সোনারগাঁয়ের মূল ভূখন্ড থেকে মেঘনা নদীর তলদেশ দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন টানা হয়েছে এবং ৫৪৭ দশমিক ৮৪ একর আয়তনের এ চরে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়েছে।
এসময় বক্তব্যকালে এমপি খোকা বলেন, বর্তমান সরকার ঘোষিত ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অংশ হিসেবে সোনারগাঁয়ের এই চরাঞ্চলটি বিদ্যুৎ বঞ্চিত থাকায় গত বছর বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। আজ সেই গুচ্ছগ্রামে বিদ্যুৎ সংযোগ স্থাপনের মধ্য দিয়ে সেই উদ্যোগ বাস্তবতার মুখ দেখলো।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জেনারেল ম্যানাজার সাইরুল ইসলাম, বারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল হক, সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক জোনাব আলী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান প্রমূখ।