চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম, আলোকায়ন, রাস্তাঘাটের উন্নয়ন ও মেরামতের মতো নাগরিক পরিষেবা প্রদানের মাধ্যমে নগরীকে সচল রাখতে পৌরকর প্রদান করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। তাই নগরবাসীকে পৌরকর পরিশোধের আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৮ ডিসেম্বর) সকালে, নগরীর আগ্রাবাদ বেপারীপাড়া সিটি কর্পোরেশন মার্কেটে স্পট হোল্ডিং কর গ্রহণ ও ট্রেড লাইসেন্স প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেনসহ রাজস্ব সার্কেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।