ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় শ্বশান ঘাটের কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
রোববার(০৩ জানুয়ারি) রাতে উপজেলার কিসমত সৈয়দপুর ইলুয়া পুকুর শ্বশান ঘাট কালি মন্দিরে এ ঘটনা ঘটে বলে জানান পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খায়রুল আনাম ডন।
পুলিশ জানায়, রাতে স্থানীয় বাসিন্দা ননী গোপাল,ভবেশ রায় ও জয়দেব রায় রাতে কালী মন্দিরে প্রনাম জানাতে যায়। এসময় তারা মন্দিরের প্রতিমাটির মাথা ভাঙা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা প্রশাসনের কাছে খবর দেয়।
মন্দিরের সভাপতি জিতেন চন্দ্র রায়ের অভিযোগ মন্দিরের জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে।
এদিকে রাতেই উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ও সহকারী কমিশনার তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান,বিষয়টি গুরুত্বের সহকারে দেখা হচ্ছে।