লালমনিরহাটের পাটগ্রামে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রি করার অপরাধে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫কেজি জাটকা জব্দ করা হয়।
সোমবার (০৪ জানুয়ারি) রাতে পাটগ্রাম পৌর বাজারে উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এছাড়া মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ভঙ্গের অপরাধে চার ব্যক্তিকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা বলেন, ‘জাটকা ধরা ও বিক্রি সরকারি নিষেধাজ্ঞা থাকলেও কিছু অসাদু মৎস্য ব্যবসায়ী গোপনে জাটকা ইলিশ বিক্রি করছে। গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বাজারে অভিযান পরিচালনা করে জাটকা বিক্রি করার অপরাধে এক ব্যক্তিকে অর্থদণ্ড ও জাটকা জব্দ করা হয়েছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ওপর মনিটরিং অব্যাহত থাকবে।’