ময়মনসিংহে ৩৭ কেজি ওজনের কষ্টি পাথরসহ সাতজনকে আটক করেছে র্যাব। ভোররাতে, নগরীর শিববাড়ি এলাকার রেলওয়ে ওভার ব্রিজের নিচ থেকে এ চক্রকে আটক করা হয়।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে, র্যাব-১৪ ব্যাটলিয়নের এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন, অধিনায়ক লে. কর্নেল এফতেখার উদ্দিন।
তিনি জানান, চক্রটি দীর্ঘদিন ধরে চোরাচালানের সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল, নগরীর শিববাড়ি এলাকার রেলওয়ে ওভার ব্রিজের কাছে রানা জুয়েলার্স থেকে ৩৬ কেজি ৫শ’ গ্রাম ওজনের একটি বড় ও ছোট আরো ৩টি কষ্টি পাথরের টুকরা এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করে।