বরগুনা পুলিশ সুপারের নেতৃত্বে বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলামের কাছে আত্মসমর্পণ করেন ৪০ মাদক ব্যবসায়ী।
আজ মঙ্গলবার সকালে পুলিশ লাইনে আত্মসমর্পণ করের মাদক ব্যবসায়ীরা । এ সময় মাদক আত্মসমর্পণকারীদের ফুলের শুভেচ্ছা ও শীতবস্ত্র দিয়ে অভিনন্দন জানান ডিআইজি।
শফিকুল ইসলাম বলেন আপনারা মাদক ব্যবসা ও সেবন থেকে সঠিক পথে ফিরে এসেছেন এ জন্য আপনাদেরকে ধন্যবাদ আর যারা এই মাদক ব্যবসার সাথে জড়িত আছে তারা ফিরে না আসলে আমরা মাদকের বিরুদ্ধে ইতিমধ্যে জিরো টলারেন্স ঘোষণা করেছি, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিক বলেন মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।