শেরপুর সদর উপজেলার বাজিতশিলা মির্জাপুর এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী।
রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।
সিএনজিকে চাপা দেয়ার ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর চালক পলাতক রয়েছে।