চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮৭ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ হার ৬ দশমিক ৮০ শতাংশ। এ সময় করোনায় কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর আটটি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে গতকাল সোমবার চট্টগ্রামের ১ হাজার ৫৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন ১০৮ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মিলে।
এর মধ্যে শহরের বাসিন্দা ৭৪ জন ও ১১ উপজেলার ৩৪ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ আনোয়ারায় ১২ জন। এছাড়া, হাটহাজারীতে ৯ জন, পটিয়ায় ৩ জন, ফটিকছড়ি ও বোয়ালখালীতে ২ জন করে এবং রাঙ্গুনিয়া, রাউজান, সীতাকুণ্ড, মিরসরাই, লোহাগাড়া ও সাতকানিয়ায় ১ জন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৩৩ হাজার ১৩৫ জন। এর মধ্যে শহরের ২৫ হাজার ৮৮৪ জন ও গ্রামের ৭ হাজার ২৫১ জন।
গতকাল করোনাক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ৩৬৯ জনই রয়েছে।