সাতক্ষীরায় আন্তজার্তিক নারী দিবস উপলক্ষ্যে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখ্যার্জী, সাতক্ষীরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ সহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, অর্থনীতি ও কর্মক্ষেত্রে নারীর সমতা, টেকসই উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। কারণ সকল পর্যায়ে নারী সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকই উন্নয়ন অর্জন সম্ভব নয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি