হাইকোর্টে রীটের কারণে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্তগিত করা হয়েছে। শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময়সভায় জেলা প্রশাসক সুলতানা পারভীন সাংবাদিকদের এই তথ্য প্রদান করেন।
উল্লেখ্য, ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া বাংলাদেশের সাথে একীভূত হওয়ার পর এই এলাকার অধিবাসীদের পার্শ্ববর্তী তিন ইউনিয়নের সাথে ভাগ করে দেয়া হয়। এখানকার জনগণ এতদিন আলাদা ইউনিয়নের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল। এজন্য ওই এলাকার উত্তর কামালপুর গ্রামের জনৈক শরীফ উদ্দিন গত ৬ মার্চ ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন। এরই প্রেক্ষিতে হাইকোর্ট স্থগিতাদেশ আদেশ দিয়েছেন বলে জানান এডভোকেট ফারহানা আবেদীন। তিনি তার স্বপক্ষে গত ৭ মার্চ ল’ইয়ার সার্টিফিকেট জমা দেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন জানান, আমরা আদেশটি পেয়েছি। এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনারের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছি। ফলে ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে না।
নিউজ ডেস্ক / বিজয় টিভি