সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষক আনিছুর রহমান আনিসের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে শাহজাদপুর উপজেলার উল্টাডাব বাজারে এই কর্মসুচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত নারী-পুরুষ ও নিহতের স্বজনেরা অংশগ্রহন করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা দ্রুত হত্যাকারিদের গ্রেপ্তার ও ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, হত্যার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য, গত পহেলা ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামের কৃষক আনিছুর রহমান আনিসকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে ৭ই ফেব্রুয়ারি বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় নিহতের বড়ভাই বাদি হয়ে ৫৫জনকে আসামি করে শাহজাদপুর আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।