লক্ষ্মীপুরের রায়পুরে বখাটের হামলায় গুরুতর আহত হয়ে এক স্কুলছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০টার সময় উপজেলা পরিষদের পাশে টিএসসি সড়কে এ ঘটনাটি ঘটেছে।
আহত স্কুলছাত্রী (১৩) রায়পুর নবম শ্রেণির ছাত্রী ও এক প্রবাসীর মেয়ে। বখাটে জাবেদ হোসেন (২৫) উপজেলা পরিষদের সামনে চা দোকানদার কবির হোসেনের ছেলে।
আহত স্কুল ছাত্রী জানায়, গত বছর থেকে প্রাইভেট পড়তে গিয়ে স্কুলে ও শিক্ষকের বাসায় আসা যাওয়ার সময় প্রায়ই উত্ত্যক্ত ও ইভটিজিং করে আসছে বখাটে জাবেদ। বকাঝকার ভয়ে বাবা-মাকে কিছু জানায়নি সে। পরে মঙ্গলবার সকালে শিক্ষকের বাসায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় ইভটিজিং করে জাবেদ। কথা না বললে এক পর্যায়ে মোটরসাইকেল দিয়ে ধাক্কা মেরে সড়কের উপর ফেলে দেয় তাকে। এতে তার ডান হাত ভেঙে মারাত্মক আহত হয়।
এ সময় চিৎকার দিলে বখাটে জাবেদ পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর থেকে বখাটে জাবেদ পলাতক রয়েছে। তার বাবা চা দোকানদার কবির হোসেন এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
অভিযোগের বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি তদন্ত এবং ডিউটি অফিসারের সাথে টেলিফোনে বার বার চেষ্টা করেও নেটওয়ার্ক সমস্যার কারণে কথা বলা সম্ভব হয়নি।