কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে চার কেজি পরিত্যক্ত গাঁজা উদ্ধারসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে থানাধীন সুইপার পট্টী থেকে গাঁজা ও বিভিন্ন এলাকা থেকে আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হান্নান শেখ, আফজাল শেখ, ইমরান, আব্বাস, ইব্রাজীম, শুকুর আলী, নাইমুর রহমান, আলী বিশ্বাস, কামাল শেখ, সানু, সিরাজুল, বাবলু ও জুয়েল।
এতথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে সুইপার পট্টী থেকে পরিত্যক্ত অবস্থায় চার কেজি গাঁজা উদ্ধার ও বিভিন্ন এলাকা থেকে ১৩ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতে সোপার্দ করা হয়েছে।তিনি আরো বলেন, এলাকার শান্তি রক্ষায় পুলিশী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।