ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে কোহিনুর বেগম নামে এক গৃহবধুর ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে ঐ গৃহবধুর নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় এই মরদেহ উদ্ধার করা হয়। এসময় গৃহবধুর ৫ বছর বয়সী একমাত্র শিশু সন্তান মাহিন কে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কোহিনুর বেগম অত্র উপজেলার উত্তর ইউনিয়নের রামধন নগর গ্রামের কাজী বাড়ির মোঃ জমসেদ কাজীর ছেলে মোঃ কাজী মমিনের স্ত্রী।
কোহিনুর বেগম মমিনের ২য় স্ত্রী। তবে কোহিনুরের ভাই মোঃ সবুজ ভূইয়ার অভিযোগ, সতীন রাবেয়ার সাথে পারিবারিক কলহের জেরে কোহিনুর কে হত্যা করে শ্বশুড় বাড়ির লোকজন তার লাশ ঝুলিয়ে রেখেছে। তিনি আরো জানান, এ বিষয়ে অত্র থানায় মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছেন।
আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের জানান, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।