সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম (৫২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
শনিবার (৩ এপ্রিল) সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র্যাবের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।
এর আগে, শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় সলঙ্গা থানার গোলকপুর এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম (৫২) কুড়িগ্রাম জেলার নাগেরশ্বরী থানার তেইলানিরপার এলাকার মৃত আনছার মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পণ্যবাহী ট্রাকে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় বগুড়া-ঢাকা হাইওয়ে মহাসড়কের সলঙ্গার গোলকপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৮৩৯১) তল্লাশী করে ২০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও ট্রাকটি জব্ধ করা হয়।
এছাড়াও তার নিকট থেকে নগদ ৪ হাজার ৮শ টাকা ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে, উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।