করোনার দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বাস্থ্যবিধি না মানায় গত ৫ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত চারদিনে চার শতাধিক ব্যক্তিকে ৯৫ হাজার ৫৮০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তোফাজ্জল হোসেন ।
তিনি বলেন, জেলার স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘণ্টায় ৭৯ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। মহামারি করোনাভাইরাস থেকে বাঁচতে হলে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। নিয়মিত মাস্ক পরা, সাবান দিয়ে হাত ধোয়া ও জনসমাগম এড়িয়ে চলতে হবে। এসব বিষয়ে সচেতন করতে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, করোনার দ্বিতীয় ধাপে স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘণ্টায় জেলার ৯টি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সাতটি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। মোবাইল কোর্টের অভিযানে লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, মাস্ক ব্যবহার না করা, কারণ ছাড়া বাইরে বের হওয়াসহ বিভিন্ন অভিযোগে ৩৩টি মামলা হয়েছে। এসব মামলায় ৭৯ জনকে মোট ১০ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।