সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকচাপায় মনির সেখ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ মে) সকালে তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মনির সেখ নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, মোটর সাইকেলযোগে মনির সেখ গাজীপুরের দিকে যাবার পথে খালকুলা ব্রিজ এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে দ্রুত পালিয়ে যাওয়ায় ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।