গাজীপুরের টঙ্গীতে র্যাবের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সেতু এলাকায় এ ঘটনা ঘটে। যায়নি।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও টঙ্গী ও আবদুল্লাহপুর এলাকায় অবস্থান করছিল তাদের একটি টহল টিম। এর মাঝে রাত ১১টার দিকে হঠাৎ তাদের কাছে খবর আসে টঙ্গী সেতুর পাশে মাদক কেনাবেচা করছেন কয়েক ব্যক্তি।
এ সময় দ্রুত টহল দল সেখানে গেলে তাদের উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে মাদক ব্যবসায়ীরা। র্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়াতেই র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ওই ব্যক্তি পালাতে পারেনি। পরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের কাছে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও তিন প্যাকেট ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম। তিনি জানান, গোলাগুলির ঘটনায় র্যাবের দুই সদস্যও আহত হয়েছেন।