কুষ্টিয়ায় করোনা প্রতিরোধ কমিটির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক মাস্ক পরা নিশ্চিত করতে মাঠে নেমেছে প্রশাসন।
কুষ্টিয়া শহরে প্রবেশের সকল পয়েন্টে পুলিশ প্রহরা বসানো হয়েছে। সকল যানবাহন তল্লাশী করা হচ্ছে। কেউ যাতে মাস্ক না পরে শহরে প্রবেশ করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করছে তারা।
মঙ্গলবার দুপুরে করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল বৈঠকে লকডাউন না দিয়ে মাস্ক পরা নিশ্চিত করা এবং নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর তাগিদ দেয়া হয়। লকড্উানের মতো সিদ্ধান্তে যেতে আরো কয়েকদিন পর্যবেক্ষণ করার কথা বলা হয়।
এদিকে গত ২৪ ঘন্টায় ১১৫টি নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার বেড়ে দাড়িয়েছে ২৭ শতাংশে।