নাটোরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ছয়দিন পর অভিযুক্ত মিলনকে গ্রেফতার করা হয়।
রোববার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত পহেলা জুন স্ত্রী রাখি খাতুনকে নিয়ে বেড়াতে বের হন পোশাক শ্রমিক মিলন। পরে, গুরুদাসপুরের একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধারের পর তদন্তে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় রাখির পরিচয় নিশ্চিত হওয়ার পর তার স্বামী মিলনকে রাজশাহীর গোদাগাড়ি থেকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন জানান, স্ত্রীর বে-হিসেবি জীবন-যাপনে অতিষ্ঠ হয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার পর মরদেহ সেখানেই ফেলে আসেন তিনি।