গত তিনদিন ধরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানি সরবরাহকারী পাম্প গুলি বিকল হয়ে আছে। পাম্প গুলি বিকল থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী ও স্বজনদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রানুসারে, ৭জুন বিকেল থেকে পানি সরবরাহকারী পাম্প দুটি হঠাৎ বিকল হয়ে যায়। মোটর দুইটি দিয়ে পুরো হাসপাতাল ও হাসপাতালের অভ্যন্তরে আবাসিক কোয়ার্টারে পানি সরবরাহ করা হতো। পাম্প দুটি বিকল হয়ে যাওয়ায় হাসপাতালের রোগীসহ আবাসিক কলোনিতে থাকা ৭টি পরিবার বিপাকে পড়েছে।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আকুল উদ্দিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের পানি সরবরাহকারী পাম্প গুলি বিকল হলে নির্বাহী প্রকৌশল স্বাস্থ্য বিভাগ লিখিতভাবে জানানো হয়েছে। খুব শিগগিরই সমস্যার সমাধান করা হবে।