মাদারীপুরে কার্ভাডভ্যানের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এমারত হোসেন (৪৪) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছে। এ সময় আহত হন আরো দুই জন।
বুধবার (৯ জুন) দুপুরে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত এমারত হোসেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দাড়াদিয়া গ্রামের ফজলুল হক মোল্লার ছেলে ও স্থানীয় গণ উন্নয়ন প্রচেষ্টার কর্মী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বার্জার পেইন্টের একটি রং এর কাভার্ডভ্যান শরিয়তপুর থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় আহত হয় কাভার্ডভ্যানের চালক ও সহকারী। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাদারীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, এই ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।