ময়মনসিংহে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৭জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৯ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের তারাকান্দা উপজেলার রশিদপুর নামকস্থানে বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।এঘটনায় আহত হয়েছেন আরো তিন যাত্রী।
নিহতরা হলেন-সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আব্দুল আজিজের ছেলে বাবলু হোসেন (৪২) এবং নেত্রকোণার মোহণগঞ্জ উপজেলার আব্দুল করিমের ছেলে রিপন মিয়া (৩০)।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুর রহমান জানান, ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের তারাকান্দা উপজেলার রশিদপুর নামকস্থানে নেত্রকোণা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী অটোরিকশাকে বিপরীতদিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ২ যাত্রী নিহত হয়। আহত হয় অপর ৩ যাত্রী।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
অপরদিকে, বুধবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া বাজারের কাছে ময়মনসিংহগামী একটি বাস ও অপরদিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ময়মননিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ।