নাটোর পৌরসভা এবং সিংড়া পৌরসভা এলাকায় চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আরো ৭ দিন বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) দুপুরে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী, মৃত্যুর সংখ্যাও ক্রমাগত বাড়ছে। চলমান পরিস্থিতি সভায় পর্যালোচনা শেষে কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে আগামী ২২ জুন সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে, প্রথম দফায় গত ৯ জুন, সকাল ৬টা থেকে ১৫ জুন রাত পর্যন্ত লকডাউন দেয়া হয়েছিল।