বগুড়া সদর উপজেলায় দেয়া লকডাউন যেন মানছেই না সাধারণ মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া লকডাউনের মধ্যেও গত ২৪ জুন পর্যন্ত শুধুমাত্র সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪১৫ জন। যা বিগত ১৫ দিনের দ্বিগুণ।
এরপরও সরকারি নির্দেশ উপেক্ষা করে অনেকেই নানা বাহানায় অপ্রয়োজনে বাড়ি থেকে বের হচ্ছেন।
এদিকে, সাধারণ মানুষদের স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খেতে হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তবুও সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন তারা।
এদিকে, জেলায় ভয়াবহতা এবং সংক্রমণ কমাতে ঘরে থাকতে অনুরোধ জানালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু।
এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩৩২ জন, মৃত্যু হয়েছে ৩৭১ জনের এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৯০ জন। তাই করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের কাছে আরো কঠোর বিধি-নিষেধ আশা করছেন সুশীল সমাজ।