নিউজ ডেস্ক / বিজয় টিভি
মাস খানেকের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সচিবালয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। দীপু মনি বলেন, এ বিষয়ে সব প্রস্তুতি নেয়া হয়েছে। এমপিও ভুক্তির জন্য চারটি সূচকের ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন চাওয়া হয়েছিল। জমা হওয়া আবেদনগুলো থেকে মন্ত্রণালয় যোগ্য প্রতিষ্ঠানগুলো নির্বাচন করবে। এছাড়া, শিক্ষানীতি বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি