ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ৭ জনসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। যা ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮ থেকে শুক্রবার (২ জুলাই) সকাল ৮ পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৭ জন করোনা আক্রান্ত ও ৭ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
করোনায় মৃতরা হলেন, জেলার সদর উপজেলার তাসলিমা আক্তার (২৮) ও ত্রিশালের সুরুজ আলী (৫০), জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সেলিনা বেগম (৫০) ও জামালপুর সদরের আজিজুন নাহার (৩২), শেরপুর সদর উপজেলার হানিফ মিয়া (৬০), নেত্রকোনার সদর উপজেলার প্রীতিলতা (৮৫), গাজীপুর শ্রীপুরের কোহিনুর (৩৮)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ নগরীর বিসুতুপ সাহা (৬৮) ও মোস্তাফিজুর রহমান (৬৫), ফুলবাড়িয়ার নাসিমা খাতুন (৩৫), সদর উপজেলার আব্দুল মতিন (৫৮), ও আব্দুস সামাদ (৪৫), যশোরের জুলফিকার আলী (৮২) ও শেরপুর সদর উপজেলার আব্দুল জলিল (৭৫)।
তিনি আরও বলেন, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ১৩ জনসহ মোট ২৩৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪২ জন ও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টেজেন টেস্টে ৬২১ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ১৪৭ জন।