নাটোরের বড়াইগ্রামে করোনা সংক্রমনের হার উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় এবং করোনার রোগীদের প্রয়োজনীয় সকল চিকিৎসা যেনো সঠিকভাবে পায় সে লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে নাটোরের জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ।
রবিবার সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষ পরিদর্শন করেন। এসময় তিনি হাসপাতালের করোনা অক্সিজেন ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য কর্মকর্তা ড.আসাদুজ্জামান, স্থানীয় পৌর মেয়র মাজেদুল বারীর নয়নসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় উপজেলা পর্যায়েও করোনা সেবা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আশা করি জনগণও সচেতন হবে এবং সাস্থ্যবিধি মেনে চলবে।