গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ৯ জনসহ ১৫ মৃত্যু হয়েছে।
করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ৩ জন, নেত্রকোণার ২ জন এবং টাঙ্গাইলের ১জন। উপসর্গ নিয়ে ময়মনসিংহের পাঁচজন, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর এবং সুনামগঞ্জের একজন করে।
সোমবার (৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, করোনা ইউনিটের আইসিইউ’র ২০ জনসহ মোট ২৯৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।
গত ২৪ ঘন্টায় ৭০৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।