নড়াইলে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জেলার লোহাগড়া ও কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- লোহাগড়া উপজেলার মহিষাপাড়া গ্রামের মোহাম্মদ লিয়াকত শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৩), একই গ্রামের মৃত আইয়ুব আলী শেখের ছেলে রেজাউল শেখ (৩৪) এবং কালিয়া উপজেলার মোহাম্মদপুর গ্রামের দাউদ মীরের ছেলে মারুফ মীর (৩২)।
পুলিশ জানায়, গত বছরের ৩০ ডিসেম্বর নড়াইল পৌরসভার ভওয়াখালী পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে ৩টি ব্যাটারিচালিত ইজিভ্যান চুরি হয়।
ভুক্তভোগী চালক মাহাবুবুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি চুরির মামলা হয়। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ইজিভ্যান উদ্ধার করা হয়।